নোটিশ বোর্ড
মন্ত্রিপরিষদ বিভাগের নোটিশঃ ই-নামজারি সিস্টেমের সাথে অনলাইনে উত্তরাধিকার সনদ প্রদান সিস্টেম (prottoyon.gov.bd) ইন্টিগ্রেশন প্রসঙ্গে

 ই-নামজারি সিস্টেমে নাগরিকগণ আবেদন করলে উত্তরাধিকার বা ওয়ারিশ সনদ বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হয়। এ গুরুত্বপূর্ণ সনদটি স্ক্যান করে সংযুক্ত করলে নামজারি নথিতে তথ্যের ঘাটতি বা জালিয়াতির সম্ভাবনা থেকেই যায়। ওয়ারিশ সনদ সংক্রান্ত সকল প্রকারের জালিয়াতি রোধকল্পে এবং এটি অনলাইনে যাচাইসহ তথ্য সংগ্রহ আরো নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে ই-নামজারি সিস্টেমের (mutation.land.gov.bd) সাথে অনলাইনে ওয়ারেশ সনদ সহ সকল ধরনের নাগরিক সনদ প্রদানের একটি অনলাইন প্লাটফরম “প্রত্যয়ন” সিস্টেমের (prottoyon.gov.bd) আন্ত:সংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে এখন থেকে সহকারী কমিশনার (ভূমি)গণ ই-নামজারির আবেদন নিষ্পত্তির সময় “ওয়ারিশ যাচাই” ক্লিক করলেই প্রত্যয়ন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি যাচাই করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য ওয়ারিশ-সংক্রান্ত প্রয়োজনীয় সঠিক তথ্য উপস্থাপন করবে।